পরিচয়

 

মুহাম্মদ ইয়াছিন আরাফাত কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের ডাকাতিয়া নদীর অববাহিকায় পূর্ব বামপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৮৭ সালের ২ জানুয়ারি জন্মগ্রহণ করেন। পিতা আলহাজ্জ ডাঃ আবদুস সোবহান একজন পল্লী চিকিৎসক ও ব্যবসায়ী। চিকিৎসক পিতা বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক কাজে মানুষের জন্য নিবেদিতপ্রাণ একজন ব্যক্তিত্ব। মাতা আলহাজ্জ রওশন আরা বেগম একজন গৃহিণী। ৪ ভাই ৩ বোনের মধ্যে তিনি ৬ষ্ঠ এবং ভাইদের মধ্যে সর্বকনিষ্ঠ। প্রাথমিক পড়াশোনা শুরু হয় বেলটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে তিনি ৪র্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। পাশাপাশি তিনি মক্তবে কুরআন ও ইসলামী শিক্ষা লাভ করেন। মাদরাসায় শিক্ষালাভের উদ্দেশ্যে ১৯৯৪ সালে পূর্ব বামপাড়া মাদানীয়া দাখিল মাদরাসায় ৪র্থ শ্রেণিতে ভর্তি হন। এর কিছুদিন পর মনতলী রহমানিয়া সিনিয়র ফাযিল মাদরাসায় ৪র্থ শ্রেণিতে পুনরায় ভর্তি হন। সেখানে তিনি ৪র্থ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। ফেনীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা থেকে মানবিক বিভাগে ২০০১ সালে দাখিল ও ২০০৩ সালে আলিম, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা থেকে ২০০৫ সালে ফাজিল ও ২০০৭ সালে কামিল (হাদীস) পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। মাদরাসা শিক্ষার পাশাপাশি ২০০৪-২০০৫ শিক্ষা বর্ষে তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আরবী সাহিত্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি এমফিল গবেষণারত।

ফেনী থেকে প্রকাশিত ‘মাসিক কিশোর পাতা’ পত্রিকায় ২০০৩ সালে প্রথম কবিতা প্রকাশের মাধ্যমে লেখালেখিতে হাতেখড়ি তার। সমসাময়িক বিষয়ে দৈনিক নয়াদিগন্ত, যুগান্তর, সংগ্রাম, যায়যায়দিন, ইনকিলাব, সাপ্তাহিক সোনার বাংলাসহ জাতীয় দৈনিকে বহু কলাম প্রকাশিত হয়েছে তার। এছাড়াও ছাত্র সংবাদ কিশোর কণ্ঠসহ বিভিন্ন সাহিত্য সাময়িকী ও জাতীয় পত্রিকায় মানুষের জীবনাচরণ, নেতৃত্ব, সমসাময়িক বিষয়াবলি এবং ইসলামিক বিভিন্ন ইস্যুতে লেখালেখি করছেন নিয়মিত।

দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়দ্বীপ্ত কাফেলা, মেধাবী ছাত্রদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আদর্শিক কার্যক্রমে আকৃষ্ট হয়ে ১৯৯৮ সালে এ সংগঠনে যোগ দেন তিনি। ফেনীতে পড়াকালীন সময়ে তিনি ১৯৯৯ সালে কর্মী ২০০১ সালে সাথী ও ২০০৩ সালে ছাত্রশিবিরের সদস্য হন। তিনি ঢাকা আলিয়া, মতিঝিল থানা ও ঢাকা মহানগরী পূর্ব শাখার বিভিন্ন দায়িত্ব পালন শেষে ২০১১ সালে ঢাকা মহানগরী পূর্ব শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর ২০১২ সালে কেন্দ্রীয় এইচআরডি সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৩ ও ২০১৪ সালে তিনি কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ও ২০১৫ সালে কেন্দ্রীয় অফিস সম্পাদকের দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেলের দায়িত্ব পালন করেন ২০১৬ সালে। ২০১৭ সেশনে মুহাম্মদ ইয়াছিন আরাফাত সদস্যদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। ২০১৮ সেশনেও তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি পুনঃনির্বাচিত হন। মাদরাসা শিক্ষার উন্নয়ন এবং মাদরাসা শিক্ষার্থীদের অধিকার আদায়েও তিনি গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করেন। ২০০৮ সালে তিনি বাংলাদেশ মাদরাসা ছাত্র আন্দোলন পরিষদের আহবায়কের দায়িত্বপালন করেন।

সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিকের সমন্বয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা তার স্বপ্ন।

Born:
Muhammad Yasin Arafat was born in a respected Muslim family on January 2, 1987 in the bank of the Dakatia River, under the shadow of the East Bampara village of Raikot Union South of Nangalkot upazila of Comilla district.

Education career:
Muhammad Yasin Arafat was admitted to the Belta Government Primary School. After passing the fourth grade, his guardians admitted him again to the same class in East Bampara Madania Dakhil Madrasa. The following year he was admitted to Montoli Rahmania Senior Fazil Madrasa. There he studied to 8th grade. Then he was admitted to Feni’s Al-Jamiatul Falahia Madrasa. From there, he passed the Dakhil and Alim examination with merit. Then he got chance into the Oxford of the East, Dhaka University, in Arabic literature. He completed Honors and Masters there. Besides, pursued Fazil and Kamil degree from the Government Madrasa-e-Alia, Dhaka. He is currently an M.Phil student.

Organizational Career:

Muhammad Yasin Arafat started his organizational career as a supporter of Bangladesh Islami Chhatrashibir in 1998 while studying at Montoli Madrasa, Comilla in the eighth grade. Later in 1999, he became a worker when he was in Feni Falahia Madrasa. Then sworn in ‘associateship’ in 2001. In 2003, he swore in ‘membership’, the highest organizational activist status. He has been the President of the Dhaka City Eastern Branch in 2011 after serving various duties at Dhaka Alia, Motijheel and Dhaka City East for several years. In 2012, he served as the Central HRD Secretary. Then he took over as the Central Literary Secretary in 2013. After two years in 2015, he was appointed as the Central Office Secretary. Then, in the year 2016, he served as the Secretary-General. In the session of 2017, he was elected the central president of Bangladesh Islami Chhatrashibir.